প্যারিস: বিশ্বকাপ (Qatar World Cup) শেষ হওয়ার পর ক্লাবে ফিরে প্রথম ম্যাচেই গোল করেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই ম্যাচ ২-০ জিতেছিল পিএসজি (PSG)। কিন্তু রেনেসের (Rennes) বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছে প্যারিসের (Paris) ক্লাব। মেসি তো ছিলেনই, শুরু থেকে সেই ম্যাচে খেলেন নেইমারও (Neymar)। ৫৫ মিনিটে বেঞ্চ থেকে পরিবর্ত হিসেবে নামেন কিলিয়ান এমবাপেও (Kylian Mbappe)। কিন্তু ম্যাচ হারের পর ‘খলনায়ক’ হিসেবে শুধুমাত্র মেসিকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে একাধিক ফরাসি সংবাদমাধ্যম। বলা হচ্ছে, মরশুমের প্রথমার্ধে ভালো খেলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা কারণ বিশ্বকাপের জন্য ট্রেনিং করছিলেন তিনি।
ফ্রান্সের (France) আরএমসি স্পোর্ট (RMC Sport) সংবাদমাধ্যম বলে, মরশুমের প্রথম দিক মন লাগিয়ে খেলেছিলেন মেসি। কারণ বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এখন সেসব মিটে গিয়েছে। যেটা অনুক্ত রয়েছে তা হল, কাজ (বিশ্বকাপ) মিটে গিয়েছে তাই এবার গা-ছাড়া মনোভাব দেখাচ্ছেন। এল ইকুইপে (L’ Equipe) নামে আর এক বিখ্যাত সংবাদমাধ্যমও বিশ্বকাপ জয়ীকে নিয়ে কড়া কথা লিখেছে। রেনেস ম্যাচে মেসির পারফর্ম্যান্সকে ১০-এ মাত্র চার দিয়ে তারা বলেছে, পায়ে বল নিয়ে তাঁর যে জাদু আমরা দেখে থাকি তা ছিল না। নিজের ৩০ মিটারের মধ্যে বল পুনরুদ্ধার করতেই দেখা গেল তাঁকে। দ্বিতীয়ার্ধে হালই ছেড়ে দিলেন।
আরও পড়ুন: Team India: শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতের সেরা তিন প্রাপ্তি কী কী, জেনে নিন
এর আগে আরএমসি স্পোর্টের সাংবাদিক ড্যানিয়েল রিয়োলো লিখেছিলেন, মেসি মাঠে ঠিক ভালো সময় কাটাচ্ছে না। কিন্তু এখন সবাই ওর পাশে, তাই আমরা কিছু বলতে পারছি না। এমনকী এখন নেইমারের দিকে ফ্রিকিক পেলেও মেসিই মারেন। নেইমারের কিছু বলার অধিকারই নেই। কোনও কিছুই সুসঙ্গত নয়।
প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালের পর থেকে মেসির প্রতি অসন্তুষ্ট বিরাট অংশের ফরাসি সংবাদমাধ্যম। ফাইনাল ম্যাচে রেফারির সিদ্ধান্ত, এমবাপের সঙ্গে মেসির ঠান্ডা লড়াই এবং শেষমেশ ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, সবমিলিয়ে অসন্তোষ ছিল। ফরাসি মিডিয়া একটা সুযোগের অপেক্ষায় ছিল, এবার সেই সুযোগ আসতেই সাতবারের ব্যালন ডোর জয়ীকে ধুয়ে দিতে শুরু করল তারা।